এশিয়া কাপের ফাইনালে উঠার দৌড় থেকে বিদায় দুই দলের খেলায় টস জিতে আফগানিস্তান ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতকে। বৃহস্পতিবারের (৮ সেপ্টেম্বর) এই ম্যাচটি দুইদলের জন্যই কেবলই নিয়মরক্ষার। সুপার ফোরে দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলংকা এবং পাকিস্তানের কাছে হেরেছে।
এ ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশে থাকছেন না অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। শে এছাড়াও ভারতীয় একাদশে নেই হার্দিক পান্ডিয়া এবং যুযবেন্দ্র চাহালও।
ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশব পন্ত (উইকেটরক্ষক), দীপক হুদা, দীনেশ কার্তিক, অক্ষত প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, দিপক চাহার এবং আরশদ্বীপ সিং।
আফগানিস্তান একাদশ
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক এবং ফজলহক ফারুকি।