হলিউডের সঙ্গে লড়াইয়ের জন্য বলিউডের আরও উন্নতি করতে হবে!

Date:

Share post:

‘মিস মার্ভেল’ নিয়ে চর্চা বিশ্বজুড়ে। এ সিরিজেই এবার ফারহান আখতারকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। মার্ভেল স্টুডিওর অধীনে ডিজনির ‘মিস মার্ভেল’ সিরিজে অভিনয় করেছেন এই বলিউড অভিনেতা।

সিরিজটির গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে কামালা খান নামে এক কিশোরী। এ পর্বটিতে পরিচালকের দায়িত্বে ছিলেন অস্কার-জয়ী পাকিস্তানি পরিচালক শরমিন ওবেড-চিনয়।

মার্বেল সিরিজের এই পর্বে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা ফারহান আখতার ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এই সুপারহিরো ওটিটি সিরিজে কাজ করার সময়ের অভিজ্ঞতা দারুণ। লোকে সুপারহিরো মুভিগুলি উপভোগ করে। সুপারহিরোরা যা করে, হিন্দি ছবির নায়করা তা করে আসছে- তাও দীর্ঘকাল ধরে। ‘ফারহান আরও বলেন, ‘আমাদের নায়করা অনাদিকাল থেকেই খারাপ লোককে পিটিয়েছে এবং তাদের আকাশে উড়িয়েছে।’

বলিউডের এই জনপ্রিয় তারকার সব কাজ ছাপিয়ে বর্তমানে এই সুপারহিরো ওয়েব সিরিজের জন্যও আবার মন জয় করেছেন ফারহান। অভিনেতা-প্রযোজকের দাবি, হলিউডের বিষয়বস্তুর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য হিন্দি ছবির ক্ষেত্রে বড় বাজেট নাও থাকতে পারে। তবে শিল্পকে ধরে রাখতে হবে।