বঙ্গবন্ধু হত্যায় আমেরিকার হাত ছিল: রাশেদ খান মেনন

Date:

Share post:

বঙ্গবন্ধু হত্যায় আমেরিকার হাত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছেন, সপ্তম নৌবহর পাঠিয়েছেন। আমরা রুখে দাড়িয়ে বিজয় ছিনিয়ে এনেছিলাম। আপনারা ফের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। নতুন করে হত্যা, ক্যু’র ষড়যন্ত্র করবেন না।
বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালি ঈদগাহ ময়দানে ১৩ দফা দাবিতে উপজেলা কৃষক সমিতির আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, আমরা তো আপনাদের নির্বাচন নিয়ে কথা বলতে যাই না। আপনাদের বর্তমান সরকারকে এখনও ট্রাম্প মেনে নেয়নি। এ নিয়ে আদালতে মামলা চলছে। আপনারা আমাদের নির্বাচন নিয়ে না ভেবে আপনাদের নির্বাচন নিয়ে ভাবেন।

তিনি বলেন, আমরাও চাই আগামীতে সুষ্ঠু নির্বাচন হোক। আপনারা (আমেরিকা) বলেন, দেশে আগামী নির্বাচনে কোনো সংঘাত, সংঘর্ষ হলে আমেরিকার ভিসা দেবেন না। আপনাদের কে খবর দিল যে, আগামী নির্বাচনে সংঘাত, সংঘর্ষ হবে?

তিনি আরও বলেন, র‌্যাবের বিরুদ্ধে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এনে নিষেধাজ্ঞা দিলেন। র‌্যাবকে তো আপনারাই পরামর্শ আর ট্রেনিং দিয়ে বিএনপির-জামায়াত সরকারের আমলে সৃষ্টি করলেন। আপনাদের (আমেরিকা) সৃষ্টি র‌্যাবকেই স্যাংশন দিলেন। এখন নির্বাচনকে স্যাংশন দিতে চাচ্ছেন, নির্বাচনে হস্তক্ষেপ করতে চাচ্ছেন। আমাদের নিয়ে মাথা ঘামাবেন না, নিজেদের নির্বাচনের দিকে তাকান, নিজেদের দেশের দিকে তাকান। আমাদের নির্বাচনে আপনাদের কোনো প্রকার হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করে মেনন বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা কৃষক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে গনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্যোতি সংকর ঝন্টু, সদস্য আনিসুর রহমান মল্লিক, মধুখালি উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু সাঈদ মিয়া, ওয়ার্কার্স পার্টির পাবনা জেলার সভাপতি জাকির হোসেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষক সমিতির সভাপতি সোলেমান আলী দলু ও সাধারণ সম্পাদক অরুন কান্তি।