কবি শ্রীজাতের নির্দেশনায় পরিচালক সৃজিত

Date:

Share post:

প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত। আগেই সে ঘোষণা দিয়েছিলেন তিনি। এবারে জানা গেল, ‘মানবজমিন’ নামের সেই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি। আজ মঙ্গলবার দুপুরে খবরটি জানিয়েছেন ছবির প্রযোজক রানা সরকার।

ফেসবুকে প্রযোজক জানান, হিরো-হিরোইন চূড়ান্ত হওয়ার আগেই শ্রীজাতের ছবিতে একটি বিশেষ চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে সৃজিতকে। ছবিটির শুটিং শুরু হচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। কলকাতার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে শ্রীজাত জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে চলচ্চিত্র পরিচালনার স্বপ্ন লালন করছেন তিনি। তাঁরও কিছু কথা আছে, যা তিনি চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে বলতে চান। কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের সঙ্গে নামের সঙ্গে সিনেমার নাম মিলে গেলেও এর কাহিনি হবে একেবারেই ভিন্ন, যার চিত্রনাট্য নিজেই লিখছেন শ্রীজাত। সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্যের পাশাপাশি ছবির গানগুলোও লিখছেন শ্রীজাত। গানগুলোর সুর করবেন জয় সরকার।