রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড। ঢাকা নগর পরিবহনের জন্য নির্ধারিত যাত্রীছাউনির সামনে বাস থামানোর জায়গা দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এতে বাসে ওঠানামা করতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলার দিকে যেতে সামান্য এগোলে হাতের বাঁদিকে একটি যাত্রীছাউনি। এই ছাউনি ব্যবহৃত হয় ঢাকা নগর পরিবহনের বাস কাউন্টার হিসেবে। দিনভর সড়কের ওই পাশটায় বিভিন্ন পণ্যের ভাসমান দোকান বসায় ছাউনিটি যাত্রীদের দৃষ্টির আড়ালে চলে যায়।
গত দুই দিনে একাধিক বাসস্ট্যান্ডে গিয়ে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ মিনিট পর নির্দিষ্ট বাসস্ট্যান্ডে বাস এসে থামার কথা।
কিন্তু সেটা হচ্ছে না। সকালের দিকে বাস পাওয়া গেলেও দুপুরের পর থেকে কমতে থাকে সংখ্যা। যাত্রীরা বলছেন, ৪০ মিনিট পর্যন্ত বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
নগর পরিবহনের বাস সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলার কথা থাকলেও চলছে না। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত নগর পরিবহনের বাস চলাচল করে। সন্ধ্যার পর বাসই পাওয়া যায় না।