নির্বাচন কমিশন ভবনে নতুন ইসিদের বরণ

Date:

Share post:

নির্বাচন কমিশন

ভবনে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন (ইসি) সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের বরণ করে নেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কমিশনে আসেন তারা। আগে থেকেই তাদের অপেক্ষায় ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সিইসি ছাড়াও নির্বাচন কমিশনারদের (ইসি) পৃথক পৃথক ফুলের তোড়ায় নতুন কর্মস্থলে স্বাগত জানানো হয়।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ দেয়া হয়। তার নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।