ঢাকার কাছে ঘোরাঘুরি

Date:

Share post:

সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি। তাই মনেরও যত্ন চাই। এত এত ব্যস্ততার ভিড়ে যখন নিজেকে সময় দেওয়া একেবারেই অসম্ভব তখন মনের কথা ভাবার সময় কোথায়। তবে সুস্থ থাকতে সময় দিতে হবে নিজেকে। আর নিজেকে দেখাশোনার ক্ষেত্রে ঘোরাঘুরির বিকল্প নেই। তাই যাদের হাতে সময় একেবারেই স্বল্প তারা ঘুরে আসতে পারেন ঢাকা কাছাকাছি জায়গাগুলো থেকে। এতে আপনি যেমন নিজের জন্য সময় বের করতে পারবেন তেমনি ঢাকার আশপাশের জায়গাগুলো থেকেও সময় কাটিয়ে আসতে পারবেন প্রিয় মানুষের সঙ্গে।

আপনি যদি স্মৃতির পাতা উলটেপালটে দেখতে চান আর সঙ্গে চান নিরিবিলি সময় কাটাতে তাহলে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরেই সোনারগাঁ পানাম নগর থেকে। পৃথিবীর একশটি ধ্বংসপ্রাপ্ত জায়গার মধ্যে পানাম নগর অন্যতম। ঈশা খাঁর আমলে বাংলার রাজধানী ছিল এ জায়গাটি। কালের বিবর্তনে যা রূপ নিয়েছে এ ধ্বংসস্তূপে। তবে এর মনোরম পরিবেশ আর হাজার বছরের ঐতিহ্য দেখতে পর্যটকদের ভিড় জমে এ জায়গাটিকে ঘিরে।