বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে আইসিসি

Date:

Share post:

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

ভারত সফরে গিয়ে বার্কলে বলেন, কোনো দেশ যদি ঘরোয়া লিগ শুরু করে সেক্ষেত্রে আইসিসির কিছু করার থাকে না। আমরা কিছু বিকল্প উপায়ের কথা ভেবেছি। যেমন দ্বিপাক্ষিক সিরিজ না করে আইসিসির প্রতিযোগিতাগুলোয় দলের সংখ্যা বাড়ানো যেতে পারে।

তিনি আরও বলেন, আইপিএলের মতো জনপ্রিয় প্রতিযোগিতায় ম্যাচের সংখ্যা (৬০ থেকে ৭৪টি করা হয়েছে) বাড়ছে। আগের আট দলের জায়গায় এখন ১০ দল হয়েছে। সেই সঙ্গে আরও অনেক দেশের ঘরোয়া লিগের পরিধিও বাড়ছে। বিভিন্ন দেশের ক্রিকেটাররা দেশের হয়ে খেলার থেকে আইপিএল ও অন্যান্য লিগে খেলতে বেশি আগ্রহ দেখাচ্ছে। বছরে তো ৩৬৫ দিনই রয়েছে। তাই স্বাভাবিকভাবেই দ্বিপাক্ষিক সিরিজের জন্য সময় কমছে। তার ফলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে।

বার্কলে আরও বলেন, আমি আইপিএলের মতো প্রতিযোগিতা ভালোবাসি। কারণ এসব প্রতিযোগিতা থেকে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসে। ঘরোয়া লিগ না হলে হয়তো তারা এতটা পরিচিতি পেত না। ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। সেটা সব থেকে ভালো বিষয়।

 

26Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button