“আমার সরলতা (মাই ইনোসেন্স)” বইয়ের লেখক ওয়ান্টেড তালিকায়

Date:

Share post:

গতকাল আইন প্রয়োগকারী সংস্থ্যা ঘোষনা দিয়েছে তারা ‘আমেদের প্রকাশনি’, পোরানা পল্টন, ঢাকা-তে হানা দিয়েছে এবং এর মালিক তাজুল ইসলামকে “আমার সরলতা (মাই ইনোসেন্স)” বইটির সাথে যোগসূত্রতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে, যার কারনে বিশাল ডেমোনেস্ট্রেশন শুরু হয়েছিলো।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রকাশনী অফিসে বইটির সব কপি অন্যান্য নথিপত্রসহ জব্দ করা হয়েছে। বইয়ের দোকান থেকে কপিগুলো ফেরত পাঠানো হচ্ছে এবং বইটি বিনষ্ট করা হবে।

আইন প্রয়োগকারী সংস্থ্যা আরও ঘোষণা করেছে যে তারা বিতর্কিত বই প্রকাশনার সাথে সম্পর্কিত জিজ্ঞাসাবাদের জন্য বইটির প্রকাশনা এজেন্ট- রাজন অধিকারীকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন সংগৃহীত তথ্য থেকে, পুলিশ আরও জিজ্ঞাসাবাদ চালিয়েছে। তাঁরা বলছেন, বইটির লেখক মোঃ রুহুল আমিন জাহেদ বর্তমানে বিদেশে আছেন, তবে তাঁরা তাঁর পরিচয় জানেন এবং এই গুরুতর অপরাধমূলক অপরাধের জন্য লেখককে গ্রেপ্তার করা হবে।

এরই মধ্যে কর্তৃপক্ষকে জনগণকে শান্ত রাখতে বলা হয়েছে।