এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর এভ্রিল হেইন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পুতিন এখনও নিজ লক্ষ্যে অনড় রয়েছেন। ইউক্রেনে আগ্রাসন চালানোর শুরু থেকেই তার লক্ষ্য ছিল, দেশটির বেশিরভাগ এলাকায় রুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
গেল এক মাসের বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে অভিযান জোরদার করেছে রুশ বাহিনী। তবে খুব শিগগিরই এই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও জানানো হয়। দখলকৃত বিভিন্ন অঞ্চলে রুশ সেনাদের সক্ষমতা কমছে বলে উল্লেখ করেন মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইন্স।