ইসির সামনে বিষের বোতল-কাফন নিয়ে অবস্থান

Date:

Share post:

সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের(ইসি) সামনে বিষের বোতল ও কাফনের কাপড় নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়নের দুই স্বতন্ত্র চেয়ারম্যান ও সংরক্ষিত ৬ নারী কমিশনার প্রার্থীসহ ৩৫ জন।

এ সময় তারা অভিযোগ করেন, নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও তার স্বামী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী তাদের পছন্দের প্রার্থীদের গণসংযোগে বাধাসহ হামলা চালিয়ে আহত করেছেন।

১নং হরণী ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান বলেন, নোয়াখালী ছয় আসনের সংসদ সদস্য আয়শা ফেরদৌস এবং তার স্বামী মোহাম্মাদ আলী প্রচার ও জনসংযোগে বাধা দিচ্ছেন। এছাড়া বাধার কারণে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিতে না পারায় কমিশনকে অবগত করেন তারা। এ সময় কমিশন থেকে পাশের সুবর্ণচর উপজেলায় মনোনয়ন জমা দেয়ার ব্যবস্থা করা হয়। এরপর প্রচারণায় নামলে তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। পরে সংসদ সদস্যের সন্ত্রাসীরা গুরুতর আহত করেছেন একাধিক সমথর্কও প্রার্থীদের।