দেখতে দেখতে বলিউডে ৩০ বছর পার করেছেন বলিউডের রাজা শাহরুখ খান। আর এই বিশেষ দিনে অনুরাগীদের জন্য আরও এক বিশেষ উপহার নিয়ে এলেন শাহরুখ খান।
আজ ২৫ জুন, বলিউড বাদশাহ শাহরুখ খানের বলিউডে ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯২ সালের এই দিনে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমায় অভিষেক হয় কিং খানের। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে তার জমকালো তিন দশক।
আর এই বিশেষ দিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিং খান পোস্ট করলেন তার বহু প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার মোশন পোস্টার। কয়েক সেকেন্ডের মোশন পোস্টারে দেখা গেল ক্যামেরার দিকে পিছন করে কিং খানকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে। সম্পূর্ণ মুখ দেখা না গেলেও রক্তাক্ত ও ছেঁড়া পোশাকে দেখা গেল তাকে। আর সবশেষে কিং খানের গলায় শোনা গেল, ‘শিগগিরই দেখা হচ্ছে, পাঠানের সঙ্গে।’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
টিজার শেয়ার করে কিং খান লেখেন ৩০ বছর পূর্ণ হলো, কিন্তু এখন আর দিন গুনছেন না তিনি। বরং ‘পাঠান’-এর দিন গোনা শুরু। জানালেন যশ রাজ ফিল্মসের ব্যানারে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ। তবে চলতি বছর একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের। ২০২৩ সালে তিন ঘরানার তিন পরিচালকের তিনটি ছবিতে দেখা যাবে তাকে। ছবি তিনটি হলো: যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’, রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’।