টেস্ট ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০ ছয় মারার ক্লাবে ঢুকে পড়লেন বেন স্টোকস। টেস্ট ইতিহাসে এই তালিকায় স্টোকসের আগে রয়েছে মাত্র দুজন খেলোয়াড়। তারা হলেন ব্রেন্ডন ম্যাককালাম ও অ্যাডাম গিলক্রিস্ট।
ড্যারিল মিচেলের শতকের ওপর ভর করে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৯ রানের পুঁজি পায়। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়ে ইংলিশরা। তবে জনি বেয়ারস্টোর এবং জেমি ওভারটন ব্যাটিং তাণ্ডবে ৩৬০ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
ম্যাচে একসময় ইংল্যান্ডের ৫৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। তবে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ৩১ রানের লিড পায় তারা। ইংল্যান্ড বিপদে পড়লেও ভয়ডরহীন ব্যাটিং করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ১৩ বলে করেন ১৮ রান। তার এই ছোট্ট ইনিংসটিতে ছয়ের মার ছিল একটি। তাতেই ১০০ ছয়ের ক্লাবে ঢুকে পড়েন তিনি।
ক্যারিয়ারের ১৫১তম টেস্ট ইনিংসে টিম সাউদির বলে ছক্কা হাঁকিয়ে এই রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ অধিনায়ক। সাবেক কিউই অধিনায়ক এবং বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের ১০৭টি ছক্কা মারার রেকর্ড রয়েছে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।