জেমস অ্যান্ডারসন আর অভিষিক্ত পেসার ম্যাথু পটসের গতির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কেন উইলিয়ামসন-টম ল্যাথাম ও ডেভন কনওয়েরা।
বৃহস্পতিবার লর্ডসে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের কারণে প্রথম ইনিংসে ৪০ ওভারে মাত্র ১৩২ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
টম ল্যাথাম, উইলি ইয়াং, অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ডেইরি মিচেল, টম বান্ডেলরা ইংলিশ পেসারদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। যে কারণে ১৩২ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
চার ম্যাচ পর দলে ফিরেই ত্রাতা ইংলিশ অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। ক্যারিয়ারের একেবারে পড়ন্ত সময়ে এসেও গতিতে ঝড়ু তুলেন। ৪০ বছর ছুঁই ছুঁই অ্যান্ডারসনই টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ছয় শতাধিক (৬৪৪) উইকেট শিকার করেছেন। এদিন ৬৬ রানে ৪ উইকেট শিকার করেন অ্যান্ডারসন।
নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক হওয়া ২২ বছর বয়সী তরুণ পেসার ম্যাথু পটস ৯.২ ওভারে ৪ মেইডেনে ১৩ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ড ব্রড ও বেন স্টোকস একটি করে উইকেট শিকার করেন।