বাড়ছে আক্রান্ত বাড়াতে মসজিদে যেতে পারবে না শিশু-বৃদ্ধ-অসুস্থরা

Date:

Share post:

আজ মঙ্গলবার (২৮ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদে জামাতে নামাজ আদায়ে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে । নির্দেশনার মধ্যে রয়েছে শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজদের মসজিদে জামাতে উপস্থিত না হওয়াসহ ৯টি বিধি-নিষেধ।

আজ মঙ্গলবার (২৮ জুন) জরুরি বিজ্ঞপ্তিতেটিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, করোনার কারণে সারা দেশে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ জুনের ডিও পত্রে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে।