মোহনবাগানে চুক্তি করলেন পগবা

Date:

Share post:

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ভারতের ক্লাব মোহনবাগানে যোগ দিচ্ছেন পগবা? না, এই পগবা সেই পগবা নয়। পল পগবার ভাই ফ্লোরেন্তিন পগবা যোগ দিচ্ছেন ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানে। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল সোচক্সে খেলতেন পল পগবার বড় ভাই ফ্লোরেন্তিন পগবা।

মোহনবাগানের খেলোয়াড় হিসেবে যোগ দেয়ার পর প্রথম দিনেই সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন ফ্লোরেন্তিন। সেই সংবাদ সম্মেলনে ভারতের এই ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দেয়ার কারণ জানালেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার।

ফ্লোরেন্তিন বলেন, ‘ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আমাকে অনেক কিছু জানতে হবে। তবে আমি ভারতের ফুটবল সম্পর্কে নিকোলাস আনেলকা ও রবার্ত পিরেসদের মতো খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শুনেছি। মোহনবাগানের অংশ হতে পেরে আমি গর্বিত। ৭০ হাজার সমর্থকের সামনে খেলার জন্য মুখিয়ে আছি আমি।’

এদিকে বড় ভাইয়ের ক্লাব বদলের ঘটনায় ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন পল পগবা। সাবেক য়্যুভেন্তাস খেলোয়াড় লিখেছেন, ‘নতুন ক্লাবে তোমাকে অনেক শুভকামনা জানাই ফ্লোরেন্তিন!’

সোচক্স ছাড়াও ক্যারিয়ারে সেঁত এতিয়েঁ, আটলান্টা ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে খেলেছেন ফ্লোরেন্তিন পগবা। খেলেছেন তুরস্কের মতো দেশেও। গিনি জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচ খেলেছেন ফ্লোরেন্তিন।

এদিকে পল পগবাও ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে য়্যুভেন্তাসে যোগ দেয়ার দ্বারপ্রান্তে। ২০১৬ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিল পল পগবা। এবার ফ্রিতে য়্যুভেন্তাসে যোগ দিতে যাচ্ছেন তিনি।

এ ছাড়াও ফ্লোরেন্তিন পগবার যমজ ভাই ম্যাথিয়াস পগবা ২০২১-২২ মৌসুমে ফ্রান্সের চতুর্থ বিভাগের দল বেলফোর্টের হয়ে খেলেছেন।