ব্যাট হাসছিল না অনেকদিন ধরেই, চাপ কমাতে ছেড়েছিলেন অধিনায়কের গুরুদায়িত্ব। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও আবারও একই চিত্র। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থতার পরই দ্বিতীয় টেস্টেই দলে জায়গা হারিয়েছেন।
এরপরই গুঞ্জন চলছিল, ঘরোয়াতে ভালো করেই তবে জাতীয় দলে ফিরতে হবে মুমিনুলকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, ‘এ’ দলের সঙ্গে উইন্ডিজ সফরে পাঠানো হবে তাকে। লক্ষ্য একটাই ছন্দে ফেরা। কিন্তু কথা আর কাজের প্রতিফলন দেখা গেল না।
শুক্রবার (১৫ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চার দিনের টেস্ট ও তিনটি ওয়ানডের জন্য ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাম নেই মুমিনুলের। অর্থাৎ ‘এ’ দলের উইন্ডিজগামী বিমানে ঠাঁই হচ্ছে না সাবেক এ টেস্ট অধিনায়কের।
তবে দলে জায়গা হয়েছে সৌম্য সরকার ও সাব্বির রহমানের। তবে দু’জনই আছেন সীমিত ওভারের স্কোয়াডে। এই দুই ব্যাটসম্যান ছাড়াও শুধু সীমিত ওভারের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাঈম শেখ আর রাকিবুল হাসান।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে চার দিনের টেস্ট ও ওয়ানডে খেলতে আগামী ৩১ জুলাই প্রায় এক মাসের সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এরই মধ্যে সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হাসান পাপন অনেক জোর দিয়ে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে মুমিনুল হককে। তবে উইন্ডিজ সফরের জন্য ঘোষিত ‘এ’ দলের আনুষ্ঠানিক বিবৃতিতে নেই মুমিনুলের নাম।
৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট থেকে। একদিনের সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট।
চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল
একদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল