নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘মা ও তার শিশু সন্তান’কে গলা কেটে হত্যার বেশ কাটতে না কাটতেই ফের আনোয়ারা (৫০) নামে এক নারীর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। স্থানীয় গোপালদী পৌরসভার সদাসদী কাজটিপাড়া চকের বাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, এর আগে মঙ্গলবার দিবাগত রাতের যেকোন সময় তাকে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার ওমর আলীর স্ত্রী। তবে কে বা কারা হত্যা করেছে তা পুলিশ জানাতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র (সি-সার্কেল) আবির হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মতারা।
প্রসঙ্গত, ২রা জুলাই স্থানীয় উজানপোপন্দী এলাকায় রাজিয়া সুলতানা কাকলী ও তার একমাত্র সন্তান তালহাকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশসহ আরও তিনটি আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করে যাচ্ছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।