সৌদি আরবে নিজের আসন্ন সফরের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মানবাধিকার নিয়ে তার প্রশাসনের অঙ্গীকার সত্ত্বেও এ সফরে বিরূপ ফল আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন সমালোচকেরা।
ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লেখা এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবে সফর খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র শক্তিশালী ও নিরাপদ থাকবে বলে নিশ্চিয়তা দিচ্ছি। তেল-সমৃদ্ধ আরব দেশটির সঙ্গে সম্পর্কে নতুন পথ চলা চাচ্ছি, বিচ্ছেদ না।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদিতে যাচ্ছেন বাইডেন। আগামী ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। জো বাইডেন বলেন, রুশ আগ্রাসন প্রতিরোধ করতে হবে। চীনের সঙ্গে প্রতিযোগিতায় সম্ভাব্য সবচেয়ে ভালো অবস্থানে থাকতে হবে। আর বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলে আরও বেশি স্থিতিশীলতা অর্জনে আমাদের কাজ করতে হবে।
তিনি জানান, এসব সম্পন্ন করতে সেই সব দেশের সঙ্গে আমাদের সরাসরি যুক্ত হতে হবে, যারা আমাদের উদ্দেশ্য অর্জনে ভূমিকা রাখতে পারবে। সৌদি আরব সেইসব দেশগুলোর একটি। শুক্রবার সৌদি নেতাদের সঙ্গে দেখা করার সময় তাদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব দেব। পারস্পরিক স্বার্থ ও জবাবদিহিতার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা হবে। পাশাপাশি সত্যিকারের মার্কিন মূল্যবোধকে ধরে রাখতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বাইডেনের জেদ্দা সফরের শীর্ষ এজেন্ডা হলো জ্বালানি মূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সৌদি তেল উৎপাদন বাড়ানো। বাইডেন জানান, তেল বাজার স্থিতিশীল করতে সৌদি আরব ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।