পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নারায়ণগঞ্জে

Date:

Share post:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশুর একজন আলী মিয়ার ছেলে সিফাত হাসান ও অন্যজন আলী আজগরের ছেলে তাহসান। তারা দুইজন খালাতো ভাই।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক সুব্রত দত্ত জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে পুকুরে সামনে তারা দুইজনই খেলা করছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে তারা দু’জন বাসায় না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে।

পরে সন্ধ্যায় পুকুরে মরদেহ দু’টি ভেসে উঠলে স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এই কর্মকর্তা।