ভোলার মনপুরায় ৮ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেফতার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৪ জুলাই) মধ্যরাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চর পিয়াল সংরক্ষিত বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আরিফ ও মো. শাকিল। তাদের দু’জনের বাড়িই উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দাসেরহাট গ্রামে।
মনপুরার পঁচা কোড়ালিয়া বন বিভাগের বিট অফিসার মো. আব্বাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর পিয়ালে বন বিভাগের সংরক্ষিত বনে অভিযান চালায় তাদের একটি টিম। এ সময় ৮ কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারিকে আটক করে মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসে আনা হয়।
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, আটকৃত দুই শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিধন আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) হরিণকে ‘ন্যূনতম বিপদগ্রস্থ’ বলে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ অনুযায়ী হরিণ সংরক্ষিত। তাই এটি হত্যা, শিকার বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ।