সিনেমায় আসার খবর আংশিক সত্য: আফরান নিশো

Date:

Share post:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার ঈদে থাকছেন বেশ সরব। এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন।

এবার ঈদে উপস্থাপনা নিয়েও দর্শকদের মাঝে থাকবেন এ অভিনেতা। বাংলাদেশ টেলিভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় দেখা যাবে তাকে। নিজের অভিনীত কয়েকটি চরিত্র নিয়েই উপস্থাপনায় আসবেন নিশো।

শোনা যাচ্ছে, বড়পর্দায় আসছেন এ অভিনেতা। এ জন্য বডি ট্রান্সফরমেশনও করেছেন তিনি। তবে এ খবরকে ‘আংশিক সত্য’ বলে উল্লেখ করেছেন আফরান নিশো। এক প্রশ্নের উত্তরে সময় সংবাদকে বলেন, ‘আমার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে, বড়পর্দায় কাজ করব। আমাকে যখনই প্রশ্ন করা হয় তখনই আমি বলি, ফিল্মে আসার ক্ষেত্রে ব্যাটে-বলে সিংক হলেই আমার পর্দায় আসা হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে যে খবরটি ছড়িয়েছে সেটি আংশিক সত্য। এমন না যে, সুযোগ পেলাম করে ফেললাম। এটা আমি কোনোদিনই ভাবিনি। সুযোগ আসবে কিন্তু সেটাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে।’

বডি ট্রান্সফরমেশনের বিষয়ে জানতে চাইলে নিশো বলেন, ‘২০ দিনে প্রায় ৭ কেজি ওজন কমিয়েছি। কোনো কিছু ঘটার আগে আমি আগে বলতে চাই না। তবে আমার ইচ্ছা আছে, সে ইচ্ছার কথা আগেই প্রকাশ করেছি। ফিল্মের ক্ষেত্রে বডি ট্রান্সফরমেশন দরকার। আমি সে চেষ্টা করছি। জানি না, কবে সুখবর দিতে পারব।’

জানা গেছে, ছোটপর্দার পাশাপাশি এবার ওটিটি প্ল্যাটফর্মেও সরব থাকবেন নিশো। ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘পেয়িং গেস্ট’ ছাড়াও আরও কিছু নাটক আছে ছোটপর্দায়। যেখানে ভিন্ন চরিত্রে ধরা দেবেন এ অভিনেতা। এছাড়া প্রথমবারের মতো হরর চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে আসছে নিশো অভিনীত দুটি সিরিজ। ‘সিন্ডিকেট’ ও ‘কাইজার’।