২৯ বছর পার করলেন মতিউর রহমান লাশ নিয়েই

Date:

Share post:

চাকরি জীবনের ২৯টি বছরই লাশের সাথে কেটেছে এ কে এম মতিউর রহমানের। তিনি পেশায় খুলনা মেডিকেল কলেজের মরদেহ সংরক্ষণকারী। লাশ বুঝে নেয়া, বছরের পর বছর সংরক্ষণ, শিক্ষার্থীদের লাশ কাটাকাটি পর্যবেক্ষণ- এইসবই তার কাজ। এসব কাজ করতে গিয়ে কখনো আঁতকে উঠেছেন, কখনো বা নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েন লাশ পাশে নিয়ে।

বেওয়ারিশ ও স্বেচ্ছায়দান এই দুইভাবে লাশ সংগ্রহ করা হয় এনাটমি ও হিষ্টোলজি বিভাগে। ৪/৫ বছর থেকে শুরু করে কমপক্ষে ১০ বছর আগের লাশও রয়েছে খুলনা মেডিকেলের এই বিভাগে। বিভিন্ন উপায়ে মেডিসিনের সহায়তায় লাশ সংরক্ষণ ও তদারকির কাজ করেন মতিউর।

এসব কাজ করতে গিয়ে মাঝেমধ্যে মরদেহের সাথে রাত্রিযাপন করতে হয় মতিউরকে। কখনো শরীরে ক্লন্তি ভর করলে, ওই কক্ষেই ঘুমিয়ে পড়েন তিনি।

মতিউর রহমান বলেন, আমি আমার পেশাকে শ্রদ্ধা ক্রি। কিন্তু আমার তিন ছেলেকে এই কাজে জড়াতে চাই না। কারণ এখানে বেতন কম, অন্যদিকে নেই তেমন কোনো সুযোগ সুবিধা।

মৃত লাশ থেকে ভয় পাওয়া প্রসঙ্গে মতিউর রহমান বলেন, মৃত মানুষকে ভয়ের কিছু নেই, ভয় শুধু জীবিত মানুষেই।