ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতা মেজর রঞ্জন চৌধুরী ওরফে প্রদীপ রায় (৫৯) এবং তার সহযোগী প্রদীপ মারাককে (৬৯) ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ বলছে, ২০১০ সালের ১৭ জুলাই ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার ভৈরবের লক্ষীপুর থেকে মেজর রঞ্জন ও তার সহযোগী প্রদীপ মারাককে র্যাব-৯ এর একটি দল আটক করে। এ সময় তাদের থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি, হাত বোমা তৈরীর উপকরণসহ ৪টি বোমা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এরপর এই ঘটনায় র্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপ-সহকারী পরিচালক করিমুল্লাহ বাদী হয়ে ভৈরব থানায় অস্ত্র, বিস্ফোরক, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে আলাদা ৪টি মামলা করেন। পরে ২০১১ সালের ৬ জানুয়ারি মেজর রঞ্জন চৌধুরী ও তার সহযোগীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত ৩টি মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন।
সবশেষ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এই রায় দেন।