কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Date:

Share post:

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু আজমাইন হোসেন (১৬ মাস) ওই গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সকালে বাড়ির উঠানে শিশু আজমাইন খেলা করছিলো। খেলার কোন একসময় শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা।

পুকুর থেকে ভাসমান শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের শিশুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।