খুচরা বিক্রিতে পাঁচ হাজার মানুষকে ব্র্যাকের প্রশিক্ষণ

Date:

Share post:

দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ৫ হাজার ২০০ মানুষকে রিটেইল সেলস বা খুচরা বিক্রি বিষয়ে প্রশিক্ষণ দেবে ব্র্যাক। প্রশিক্ষণার্থীদের মধ্যে শতকরা ৬০ ভাগ নারী আর পুরুষ ৪০ ভাগ। এরই মধ্যে প্রশিক্ষণ নেওয়া দেড় হাজার মানুষের মধ্যে ৭৭ শতাংশের কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছে ব্র্যাক।

সোমবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে ‘ডিসেন্ট ওয়ার্ক ইমপ্লিমেনটেশন ইন দ্য রিটেইল সেক্টর’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা।

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সিদ্দিক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ উল্লাহ মারুফ, ব্র্যাক চট্টগ্রামের কো-অর্ডিনেটর আবদুল কাহার প্রমুখ।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, বড়লোক আরও বড় হচ্ছে, গরিবরা আরও গরিব। দিন দিন বেকার যুবকের সংখ্যা বেড়েই চলছে। রিটেইল সেলস সেন্টারে অনেক বেকারের চাকরি হচ্ছে। এসবের মধ্য দিয়ে আমরা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব।

সভায় বক্তারা জানান, ২০২০ সাল থেকে রিটেইল সেলস প্রশিক্ষণ কর্মসূচি চালু করে ব্র্যাক। এর আওতায় ৩২৫ প্রতিবন্ধীকে প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী করা হবে।