নিজ কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

Share post:

পটুয়াখালী শহরতলীর ডিবুয়াপুর গ্রামে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় ওই গৃহবধূর বাবার বাড়ির নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানার পুলিশ।

জানা যায়, নিহত গৃহবধূ সালমা খানম (১৯) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গ্রামের আব্দুল বারেক খানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত মাস আগে গলাচিপার হরিদ্রাবাড়িয়ার আব্বাস হাওলাদারের সাথে সালমার বিয়ে হয়। তার স্বামী ঢাকায় থাকেন। বিয়ের পরও বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন সালমা।

তারা আরও জানায়, গতরাতে সালমা খাওয়া-দাওয়ার পরে নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক বেলা হলেও তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় তার বাবা-মা তাকে ডাকাডাকি শুরু করেন। অনেক ডেকেও সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

ওসি আরও জানান, তবে তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন, তা জানা যায়নি। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করে তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।