পাকিস্তানি ব্যাংকের নিবন্ধন বাতিল দাবি

Date:

Share post:

শোক দিবসে ঝাড়ূর সঙ্গে জাতীয় পতাকা বাঁধার অভিযোগ পাওয়া গেছে সিলেটের একটি ব্যাংকের বিরুদ্ধে। এর মাধ্যমে নগরীর হাবিব ব্যাংক লিমিটেডের এই শাখা জাতীয় পতাকার অবমাননা করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট। রোববার জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংকের আচরণে সাধারণ জনগণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধারাও বিস্মিত। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। ওই দিন হাবিব ব্যাংক সিলেট (জিন্দাবাজার) শাখায় ঝাড়ূর সঙ্গে জাতীয় পতাকা বেঁধে ওড়ানো হয়, যা জাতীয় পতাকার স্পষ্ট অবমাননা।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, আবদুস শহিদ পান্না, অরবিন্দু দাস, রজনী কান্ত দাস, প্রীতি কুসুম চৌধুরী, জমির উদ্দিন, রইছ আলী, তশিদ আলী, রাকেশ সরকার, পরিতোষ দাস, কছির মিয়া, অমলেন্দু দাস, মনোজ কপালী মিন্টু, এম এইচ বিশ্বাস পারভেজ প্রমুখ।

এ বিষয়ে জানতে ব্যাংকের ম্যানেজারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে প্রতিষ্ঠানটির ক্যাশ ইনচার্জ বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, আসলে ব্যাংকের দারোয়ান না বুঝেই কাজটি করেছিল। এটি একটি অনিচ্ছাকৃত ভুল। এ বিষয়ে জেলা প্রশাসক আমাদের চিঠি দিলে লিখিত জবাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।