বড় রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিতে পারলেন না রেজিস চাকাভা। মুস্তাফিজুর রহমানের বলে জিম্বাবুয়ে অধিনায়ক আউট হলেন ইনিংসের প্রথম ওভারেই।
ডেলিভারিটি ছির একদমই নীরিহ। অফ স্টাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাচ্ছিল বল। চাকাভা বলের পিচে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করেন গায়ের জোরে মারার। ব্যাটের কানায় লেগে বল চলে আসে স্টাম্পে। ৬ বলে ২ রানে আউট চাকাভা।
এদিকে চার বছর পর ওয়ানডেতে ফেরা সুখকর হলো না তারিসাই মুসাকান্দার জন্য। মুস্তাফিজের মতো নিজের প্রথম ওভারে উইকেটের দেখা পেলেন শরিফুল ইসলামও।
অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ বলটি উড়িয়ে মারার চেষ্টায় টাইমিংয়র গড়বড়ে বল উঠে যায় স্রেফ ওপরে। বৃত্তের ভেতর কাভারে সহজ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন।
মুসাকান্দা বিদায় নিলেন ৫ বলে ৪ রান করে। ৩০৪ রান তাড়ায় জিম্বাবুয়ে ২ ওভার শেষে ২ উইকেটে ৬।