বিআরটি প্রকল্পে ঠিকাদাররা সঠিকভাবে কাজ করেনি: ব্যবস্থাপনা পরিচালক

Date:

Share post:

বিআরটি প্রকল্পে ঠিকাদাররা সঠিকভাবে কাজ করেনি, সেফটি সিকিউরিটির অভাব ছিল বলে অভিযোগ করেছেন বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে এয়ারপোর্টে বিআরটি’র কার্যক্রম পরিদর্শন শেষে এ অভিযোগ করেন তিনি।

সফিকুল ইসলাম বলেছেন, গার্ডার দুর্ঘটনার ঘটনায় যারা তদারকির দায়িত্বে ছিল, তাদের দায় রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। সেফটি সিকিউরিটি শতভাগ নিশ্চিত হলে আবার কাজ শুরু হবে। অন্যথায় কাজ শুরু হবে না। বিআরটি’র ব্যবস্থাপনা পরিচালক জানান, সেফটি সিকিউরিটি নিশ্চিত করে দ্রুত কাজ শুরু করলে ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের শতভাগ কাজ শেষ হবে।

শুক্রবার সকালে বিআরটি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে যান প্রকল্প কর্মকর্তারা। সকাল ৯টায় বিমানবন্দর সড়ক থেকে পরিদর্শন শুরু করেন তারা। এ সময় কাজের অগ্রগতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়েছেন তারা।