বিটিভির কমেডি ম্যাগাজিনে ইলিয়াস কাঞ্চন

Date:

Share post:

জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রথমবার একটি কমেডি ম্যাগাজিনে পারফরম করেছেন। নাম ‘রঙ্গ ক্লাব’। এটি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান। প্রযোজনা করেন মনিরুল হাসান।

ইলিয়াস কাঞ্চন অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন ১৪ আগস্ট। শুটিং হয় বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে।

এতে অংশ নেওয়া প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এ ধরনের ম্যাগাজিনে প্রথম কাজ করেছি। কমেডি ঘরানার হলেও এ অনুষ্ঠানটির মাধ্যমে কিছু সামাজিক বক্তব্যও উঠে আসবে। খুব উপভোগ করেছি অনুষ্ঠানটিতে পারফরম করে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে এটি।’

এদিকে অভিনয়ে আগের মতো আর নিয়মিত নন এ অভিনেতা। চলতি বছরের শুরুর দিকে তিনি একটি নাটকে অভিনয় করেছিলেন।

এ ছাড়া গত বছর চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’য় অভিনয় করেন।