শোক র‌্যালিতে নারী নেত্রীদের হাতাহাতি

Date:

Share post:

কুমিল্লার দেবিদ্বারে শোক দিবসের র‌্যালিতে তুচ্ছ ঘটনায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হাতাহাতির একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড়ের সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের র‌্যালির পেছন দিকে তুচ্ছ ঘটনায় উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লিলি বেগমকে কিলঘুসি ও চড়থাপ্পর মারছেন অপর একটি গ্রুপের মিনা আক্তার, রোজিনা আক্তার, নিলুফা বেগমসহ কয়েকজন নেত্রী। পুলিশ, আনসার সদস্যসহ উপস্থিত নেতৃবৃন্দ ওই নেত্রীদের থামানোর চেষ্টা করছেন। পরে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা মিনা আক্তারকে সরিয়ে নিয়ে যান।