হাওরে বজ্রপাতে দুই ভাই নিহত

Date:

Share post:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাই মারা গেছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের ভেকই গ্রামের খোকন মিয়া (৪৪) ও ঝিলন মিয়া (৩২)। তারা ভেকইজোড়া গ্রামের মৃত মনু মিয়ার সন্তান। হাওরে মাছ ধরে ও কৃষি শ্রমিকের কাজ করে তারা জীবিকা নির্বাহ করতেন।

স্বজনরা জানান, খোকন ও ঝিলন সকালে পাশের উপজেলা মধ্যনগরের শালদিঘা হাওরে মাছ ধরতে যান। নৌকায় অবস্থানকালে সকাল সাতটায় বজ্রপাতে তারা দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য মৎস্যজীবীরা দূর থেকে দেখে স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।