রাজবাড়ীতে এক গৃহবধূ গলায় বালি ভর্তি কলস বেঁধে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলঙ্কারপুরে গড়াই নদীতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত তিনি নদীতে নিখোঁজ রয়েছেন।
ওই গৃহবধূর নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মৃত গণি মণ্ডলের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মোকারম হোসেন মোল্লা জানান, দুপুরে ওই গৃহবধূ বাড়ি থেকে কলস ও দড়ি নিয়ে বের হন। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসে বালি ভর্তি করে গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় দূর থেকে পথচারী এক নারী এ ঘটনা দেখে চিৎকার করেন। তখন আশেপাশের মানুষ বিষয়টি জানতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
তবে কেন ওই নারী এমন ঘটিয়েছেন তা জানাতে পারেননি মোকারম।
আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জন নিহত
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিব বলেন, বেলা সাড়ে তিনটা থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গড়াই নদীতে তল্লাশি অব্যাহত আছে।