নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করেছে যুবদল।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে শাওন হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান, আগামী ৭ সেপ্টেম্বর মহানগরে শোকর্যালী করবে যুবদল। পরের দিন ৮ সেপ্টেম্বর জেলায় জেলায় শোকর্যালী এবং ১০ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় শোকর্যালী করার ঘোষণা দেয়া হয়।
প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার ক্ষমতায় থাকতে গুম ও খুনের পথ বেছে নিয়েছে। এতে তাদের শেষ রক্ষা হবে না উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, অবৈধ সরকার হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথে লড়বে বিএনপি।