দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসব চলাকালে প্রচণ্ড ভিড়ের মধ্যে কয়েক ডজন মানুষ একযোগে হার্ট অ্যাটাক করেছেন। সেখানে আরও ৮১ জন মানুষের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। তবে এ ঘটনায় কত জন নিহত এবং আহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরের ইটাওয়ান এলাকার সড়কে বেশ কয়েকজন অজ্ঞান ব্যক্তিকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের ভিড় সেখানে। ছবিতে রাস্তায় দেহবাহী ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কারও মৃত্যু ঘোষণা করেননি। তবে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা।
করোনা মহামারি পর এবারই প্রথমবারের মতো মাস্ক ছাড়াই উন্মুক্ত স্থানে হ্যালোইন উৎসবের আয়োজন করা হয় সিউলে। হ্যালোইন উদযাপন উপলক্ষে একটি জনপ্রিয় নৈশকেন্দ্র এলাকায় লক্ষ মানুষ জমায়েত হন।
সন্ধ্যার আগে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিড়কে অনিরাপদ উল্লেখ করে পোস্ট করেছিলেন।
দুর্ঘটনার পর প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দুর্যোগ মোকাবিলাকারীদেরকে তৎপরতা চালাতে নির্দেশ দিয়েছেন। একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, এ ঘটনার পর নাগরিকদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠিয়ে দ্রুত ঘরে ফিরে যেতে অনুরোধ জানানো হয়েছে।