শার্শা সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ তরুণ আটক

Date:

Share post:

শার্শা সীমান্ত এলাকা থেকে  ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণের বারসহ এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর তিনটার পর শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের ব্যাংদা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত তরুণ সাজু আহমেদ (১৯) চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামে মৃত আব্দুল সালামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন খবরের ভিত্তিতে শার্শা-কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান যাবার কথা জানা যায়। এ খবরের ভিত্তিতে কাশিপুর সীমান্তের ব্যাংদা নামক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এসময় তাকে তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণ পাওয়া যায় যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ১০ হাজার টাকা।

আটককৃত তরুণের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান।