পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।
রাজধানী মোগাদিসু ও উত্তরপূর্বাঞ্চলীয় বারি এলাকার হত্যাকাণ্ডে জড়িত প্রমাণিত হওয়ায় সোমালিয়ার আদালত দুজনের মৃত্যুদণ্ড দেন। গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন আদান মোহামেদ আলী মাহমুদ এবং মোহামেদ আলী মোহামেদ ফারাহ। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় সোমালিয়ার কারাগারে আল-শাবাব ও ইসলামিক স্টেটের আরও সদস্য বন্দি রয়েছেন।