ম্যানচেস্টার ইউনাইটেডকে আজ নেতৃত্ব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের নিষেধাজ্ঞায় এই ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়েছেন তিনি। তবে ভিলা পার্কে আজ অ্যাস্টন ভিলার উজ্জীবিত পারফরম্যান্সে পাত্তা পায়নি রোনালদোর ম্যানইউ। প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিকরা জিতল ৩-১ গোলে।
শুরু থেকেই ম্যানইউর রক্ষণে ভীতি ছড়ায় অ্যাস্টন ভিলা। ম্যাচের সপ্তম মিনিটে জ্যাকব র্যামজির পাসে ইউনাইটেডের জালে প্রথম পেরেক মারেন লিওন বেইলি। এর চার মিনিট বাদে ফ্রি-কিকে ব্যবধান বাড়ান ভিলার ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। ৩৪তম মিনিটে সুযোগ পেয়েছিল রোনালদো, কিন্তু পর্তুগীজ তারকার প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। লুক শ’র শট র্যামজির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সেই র্যামজি ম্যানইউর জালভেদ করে লিড বাড়িয়ে নেন। ম্যাচের ৬০তম মিনিটে প্রতিপক্ষের টাইরন মিঙ্গসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রোনালদো। দুই জনকেই হলুদ কার্ড দেখান রেফারি। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কেউই।
২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রোনালদোর ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে অ্যাস্টন ভিলা।