পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

Date:

Share post:

নরসিংদীর রায়পুরায় পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর জাহিরের বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার উপজেলার সাধুনগর গ্রামের জাহিরের বাড়ির কৃষক সোহরাফ মিয়ার মেয়ে।

এবারের এসএসসি পরীক্ষায় সে আলহাজ্ব বজলুল হক জে এম উচ্চ বিদ্যালয় (জয়নগর) থেকে মানবিক বিভাগে অংশ নেন। পরীক্ষায় ইংরেজিতে দ্বিতীয় ও গণিত বিষয়ে কম নাম্বার পেয়ে অকৃতকার্য হন তিনি।

নিহতের স্বজনরা জানায়, নিহত শিক্ষার্থী সোমবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে বিষন্নভাবে কান্নাকাটি করেন। ওই শিক্ষার্থীর বড় বোনের সাথে মুঠোফোনে হতাশার কথা জানান। পরে আজ দুপুরে তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখা যায়।

নিহতের চাচাতো ভাই জুয়েল মিয়া জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সাদিয়া কান্নাকাটি করে। ঘটনার সময় তার ঘরে কেউ ছিলোনা। এসময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের বান্ধবী লিজা জানান, পরীক্ষায় ফেল করার পর থেকে রাত পর্যন্ত পুরোদিন কেঁদেছে সাদিয়া। আমরা তাকে পুনরায় ফল যাচাইয়ের আবেদন করার জন্য বলি।

রায়পুরা থানার উপ-পরিদর্শক মো নাসির উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।