বন্দুকধারীর গুলিতে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র নিহত, হামলাকারী আটক

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে মৃত্যু হয়েছে তিন ছাত্রের। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। খবর এপির।

হামলায় আহত হয় আরও দুই জন। এ ঘটনায় হামলাকারীকে সোমবার (১৪ নভেম্বর) আটক করা হয়েছে। তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ২২ বছর বয়সী আততায়ীর নাম ক্রিস্টোফার জোনস। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ফিল্ড ট্রিপ শেষে বাসে করে ক্যাম্পাসে ফেরে ফুটবলাররা। পার্কিং গ্যারেজে হামলার শিকার হয় তারা। নিহতরা ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ছাত্র। দুর্বৃত্তের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও, জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার বাতিল করা হয় সব ক্লাস।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে আছে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া।