বাড়ির দাবিতে নিজের কবর খুঁড়লেন সাবেক ইউপি সদস্য

Date:

Share post:

বরিশালে ভাইয়ের সঙ্গে একটি পাকা বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বে নিজের জন্য কবর খুঁড়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন সাবেক এক ইউপি সদস্য। হুমকি দিচ্ছেন- ভাই পাওনা পরিশোধ না করলে স্ত্রী, সন্তানদের নিয়ে করবেন আত্মহত্যাও। তবে পাওনার এমন অভিযোগ অস্বীকার করেছেন আরেক ভাইয়ের পরিবার।

শনিবার (১৯ নভেম্বর) জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গগুটিয়া গ্রামে গিয়ে এমন ঘটনা জানা যায়।

কবর খোঁড়া ওই ব্যক্তির নাম ডাব্লিউ তালুকদার (৪৮)। তিনি ওই গ্রামের মৃত তোতা তালুকদারের ছেলে এবং রাজিহার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

ডাব্লিউ তালুকদারের দাবি, ওই পাকা ভবনটি তার। ভাই তার কাছ থেকে বাড়িটি নিয়ে এখনও টাকা পরিশোধ করেনি। তাই টাকা আদায়ের দাবিতে তিনি এমন কাজ করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন থানাতেও।

শনিবার (১৯ নভেম্বর) সকালে সরেজমিন উপজেলার চেঙ্গগুটিয়া গ্রামে গিয়ে দেখা যায়, সাবেক ইউপি সদস্য ডাব্লিউ তালুকদার একটি কবর খুঁড়েছেন।

তিনি সাংবাদিকদের জানান, এক বছর আগে আমি পরিবারসহ ঢাকায় বেড়াতে যাই। তখন নির্মাণ করা পাকা ভবনের দখল নিয়ে বড়ো ভাই বাহালুল তালুকদার পরিবারসহ বসবাস করে আসছে। ভবন ফিরে পেতে বিভিন্ন লোকজনের কাছে ধর্না দিয়েও কোনো সমাধান পাইনি। পরে আমি বিভিন্ন বাড়িতে ছেলে-মেয়ে, স্ত্রী নিয়ে আশ্রয় নিয়েছি। ভবনের সমাধান না পেলে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যার করার জন্য কবর খুঁড়েছি।

এ ব্যাপারে কথা বলতে বড়ো ভাই বাহালুল তালুকদারকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী আয়শা সিদ্দিকী জানান, এই পাকা ভবনটি ডাব্লিউ তুলেছেন। তবে আমরা ২৬ লাখ টাকায় ওই ভবন কিনে বসবাস করছি। বর্তমানে ডাব্লিউ তালুকদার কবর খুঁড়ে বিভ্রান্তি শুরু করেছেন। এমন অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে সরেজমিন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ডাব্লিউ তালুকদার ১৫-২০ বছর আগে পৈত্রিক জায়গার একটি এক তলা পাকা ভবন নির্মাণ করেন। ভবন নির্মাণের কিছুদিন পরে দেনার দায়ে তিনি পাকা ভবনের জায়গা ভাই বাহালুল তালুকদার ওরফে তারেকের কাছে বিক্রি করে দেন। সেই থেকে ভাই বাহালুল তালুকদার ওই ভবন বসবাসের উপযোগী করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

এ ব্যাপারে রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার বলেন, ডাব্লিউ তালুকদার আমার পরিষদের সাবেক ইউপি সদস্য ছিল। তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এলাকার কেউ তাকে পছন্দ করে না। তিনি কবর খুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছেন। আমি ডাব্লিউকে ফোনে কবর খুড়তে নিষেধ করেছি এবং বিষয়টি থানাকে অবহিত করেছি।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডাব্লিউ তালুকদারের লিখিত অভিযোগ পেয়েছি। কবর খোঁড়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাব্লিউ ও তার ভাইকে থানায় আসতে বলা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।