বিতর্কিত তুর্কি ধর্ম প্রচারককে আট হাজার বছরের কারাদণ্ড

Date:

Share post:

তুরস্কের বিতর্কিত ধর্ম প্রচারক আদনান ওক্তারকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছে ইস্তাম্বুলের একটি আদালত। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘টেলিভ্যাঞ্জেলিস্ট’ হিসেবে পরিচিত আদনান টেলিভিশন অনুষ্ঠানে নারীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে সৃষ্টিবাদ ও রক্ষণশীল মূল্যবোধ প্রচার করার জন্য জনপ্রিয়। 

এছাড়াও হারুন ইয়াহিয়া ছদ্মনামে পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় তার লেখা বই প্রকাশিত হয়েছে। 

২০১৮ সালে শত শত অনুসারীসহ আদনানকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, ইসলামিক গোষ্ঠীর মুখোশের আড়ালে একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করে আসছিলেন তিনি। এটি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও গণমাধ্যম ব্যবহার করে বিবর্তনবাদ-বিরোধী আন্তর্জাতিক প্রচারণা চালাচ্ছিল। 

২০২১ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব দেয়া, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তি, অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ, ব্ল্যাকমেইল ও অত্যাচার। 

এছাড়াও আদনানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম পণ্ডিত ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কে সহায়তার অভিযোগ আনা হয়। গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানের অভিযোগ রয়েছে তুরস্কের। 

প্রথমে আদনানকে এক হাজার ৭৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে উচ্চ আদালতে গেলে এ রায় বাতিল হয়ে যায়। 

অবশেষে পুনরায় বিচারের আবেদন করা হলে ইস্তাম্বুলের হাই ক্রিমিন্যাল কোর্ট তাকে আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেয়। এছাড়াও মামলার আরও ১০ আসামিকেও একই মেয়াদের সাজা দেয়া হয়।