বিহারে পূণ্যার্থীদের ভিড়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাক, নিহত ১২

Date:

Share post:

ভারতের বিহারে পূণ্যার্থীদের জটলায় দ্রুত গতির ট্রাক ঢুকে পড়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে বিহারের বৈশালী জেলায় মহানর-হাজীপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

স্থানীয় বিধায়ক মুকেশ রৌশন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহতদের হাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরও তিনজন। নিহতদের মধ্যে অন্তত চারজন শিশু। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, ‘ভূমিয়া বাবা’র পূজা উপলক্ষে রাস্তার পাশের একটি অশ্বত্থ গাছ ঘিরে জমায়েত হয়েছিলেন স্থানীয় পূণ্যার্থীরা। সে সময় পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে আসা এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পূণ্যার্থীদের ভিড়ের মধ্যে উঠে পড়ে।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন, চালক অত্যন্ত দ্রুত গতিতে ট্রাকটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ভেতরেই আটকা পড়েন। ধারনা করা হচ্ছে তিনিও মারা গেছেন।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।