টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্ট বা ‘ব্লু টিক’ ব্যবস্থা নিয়ে নানা অঘটনের পর এবার রঙবেরঙের টিক ব্যবস্থা নিয়ে হাজির হয়েছেন ইলন মাস্ক।
তিনি জানিয়েছেন, শিগগিরই বিভিন্ন ধরণের অ্যাকাউন্টের জন্য বিভিন্ন রঙের টিক ব্যবস্থা চালু হচ্ছে টুইটারে।
শনিবার (২৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ক্যাটাগরিতে টিক বরাদ্দ করা হবে ব্যবহারকারীদের জন্য- কোম্পানির জন্য সোনালি, সরকারি প্রতিষ্ঠানের জন্য ধূসর এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট ও সেলেব্রিটিদের জন্য নীল।
এক টুইটবার্তায় মাস্ক বলেন, এটি যন্ত্রণাদায়ক, তবে প্রয়োজনীয়। টিক চালু করার আগে ম্যানুয়ালি ব্যবহারকারীর অ্যাকাউন্টের সত্যতা যাচাই করা হবে বলে জানান তিনি।
এর আগে টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পর ব্লু টিক সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের জন্য মাসিক আট ডলারের সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেন তিনি। নকল অ্যাকাউন্ট তৈরি করা থামাতেই এই ব্যবস্থার কথা জানিয়েছিলেন তিনি।
তবে এরপরই টুইটারে ব্যাপকভাবে বেড়ে যায় বিভিন্ন সেলেব্রিটি ও প্রতিষ্ঠানের নামে নকল অ্যাকাউন্ট তৈরি। উদাহরণস্বরূপ, একজন ব্যবহারকারী ওষুধ তৈরিকারী ইলাই লিলির নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলে ঘোষণা দেন যে তাদের ইনসুলিন এখন থেকে বিনামূল্যে পাওয়া যাবে। এর পরই কোম্পানিটির শেয়ারে ধস নামে।
এ ঘটনার পর জেনারেল মোটরস ও ইউনাইটেড এয়ারলাইন্সের মতো বহু ব্যবসা প্রতিষ্ঠান টুইটারে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়। অবস্থা সামাল দিতে না পেরে শেষমেশ সাময়িকভাবে সাবস্ক্রিপশন ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হন মাস্ক।