ইউক্রেন যুদ্ধে আরও উন্নত অস্ত্র ব্যবহার করা উচিত: রুশ প্রতিরক্ষামন্ত্রী

Date:

Share post:

ইউক্রেন যুদ্ধে সশস্ত্র বাহিনীর নতুন এবং উন্নত অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। বলেন, বিশেষ অভিযানের সময় আমাদের উচিত অস্ত্রের আধুনিকরণ প্রক্রিয়া অব্যাহত রাখা। খবর রয়টার্সের।

শোইগুকে ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়। তবে তিনি কেমন আধুনিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন, সে সম্পর্কে কিছু বিস্তারিত জানাননি। তবে তিনি নতুন উপায়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জেনারেলদের সাথে আলোচনা করবেন বলে জানান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন যুদ্ধ ইউরোপের সবচেয়ে মারাত্মক সংঘাত বলে মনে করা হচ্ছে। এতে উভয় পক্ষের হাজার হাজার সৈন্য নিহত হয়েছে।