প্রায় দুই মাস ধরে চলে আন্দোলনের পর ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মোন্তাজেরি এই ঘোষণা দেন।
মোহাম্মদ জাফর মোন্তাজেরি বলেছেন, ইরানের বিচার বিভাগের সাথে নৈতিকতা পুলিশের কোনো সম্পর্ক নেই এবং এই পুলিশকে বিলুপ্ত করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মোন্তাজেরি জানিয়েছিলেন, হিজাব আইনে কোনো পরিবর্তন করা যায় কি না, তা যৌথভাবে খতিয়ে দেখছে আইন এবং বিচারবিভাগ। তবে হিজাব আইনে ঠিক কি ধরনের পরিবর্তন আনা হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
তিনি আরও জানান, সংসদের সাংস্কৃতিক কমিশনের সঙ্গে দেখা করেছেন দুই বিভাগের যৌথ প্রতিনিধি দল। হিজাব আইনে পরিবর্তনের বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে গত শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছিলেন, ইরানের সাধারণতন্ত্র এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিকভাবে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত। তবে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে দেশের সংবিধানে বদল আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্টের এই বার্তার মধ্যেই সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত ছিল বলে অনেকে মনে করেন।
উল্লেখ্য, ‘সঠিকভাবে’ হিজাব না পরায় গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনি। আঘাতের কারণে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোমায় চলে যাওয়ার তিনদিন পর তার মৃত্যু হয়।
মাশার পরিবারের অভিযোগ, পুলিশের অত্যাচারের কারণে মাশার মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাশার মৃত্যু হয়েছে।
ওই ঘটনার পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই বিক্ষোভ থেকে ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম বাতিল এবং বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হওয়ার কথা স্বীকারও করেছে তেহরান।
এর মধ্যেই কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নিজেদের ম্যাচের আগে নিজ দেশের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান ইরানি ফুটবলাররা। এর ফলে আরও এগিয়ে যায় আন্দোলন এবং শেষ পর্যন্ত নমনীয় হলো ইরান সরকার।
তবে ‘নৈতিকতা পুলিশের’ কার্যক্রম স্থগিতের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।