কলম্বিয়ায় তেল ট্যাংকার বিস্ফোরণে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। বুধবার (২১ ডিসেম্বর) দেশটির বারানকুইলা বন্দরে হয় এ দুর্ঘটনা। খবর রয়টার্সের।
কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো অঞ্চল। আশপাশের এলাকা থেকে দ্রুত সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের। এ ঘটনায় প্রাণ গেছে এক ফায়ার সার্ভিস কর্মীর। কয়েক ঘণ্টার চেষ্টায় মোটামুটি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুরোপুরি নেভাতে আরও তিন থেকে চারদিন লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।
স্থানীয় মেয়রকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুনের উৎস জানতে শুরু হয়েছে তদন্ত।