সাকিব নৈপুণ্যে ১৮৬ রানেই গুটিয়ে গেলো ভারত

Date:

Share post:

বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১৮৬ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটিং লাইনআপ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়। ম্যাচটিতে টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

প্রথম বল হাতে আসেন পেসার মোস্তাফিজুর রহমান। ভারতের ওপেনার রোহিত শর্মা-শিখর ধাওয়ানকে সে ওভারে মাত্র ১ রান দেন মোস্তাফিজ। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ দেন ৫ রান। প্রথম উইকেটের দেখা মিলে ষষ্ঠ ওভারে। মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ১৭ বলে ৭ রান করে ফেরেন ধাওয়ান।

প্রথম উইকেট হারানোর পর রানের গতি কমে এসেছিল ভারতের। সেখান থেকে রোহিত শর্মা-বিরাট কোহলি জুটি মিলে রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু সাকিব এসেই দুজনকে আউট করে ফেরান।

এরপর রোহিত-বিরাট মিলে গড়েন ২৫ রানের জুটি। তাদের দুজনকেই ফেরান অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের প্রথম এবং দলের ১১তম ওভারে এসেই মাত্র ১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন সাকিব। ১০.২ ওভারে ২৭ রানে ব্যাট করা রোহিতকে বোল্ড করেন তিনি।

দুই বল পরেই লিটনের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ৯ রানে ব্যাট করা বিরাট কোহলি ফিরলে চাপে পড়ে ভারত। ২০তম ওভারের শেষ বলে এবাদতের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন আইয়ার। উইকেটরক্ষক মুশফিকুর রহিম নেন সহজ ক্যাচ। ৯২ রানেই ভারত হারায় চার উইকেট।

এর পরে ভারতকে টেনে তুলছিলেন লোকেশ রাহুল আর সুন্দর। ৭৫ বলে তারা ৬০ রান যোগ করে দেন দলের জন্য। অবশেষে এই জুটিটি সাকিব ভেঙেছেন সুন্দরকে সাজঘরে ফিরিয়ে। রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে এবাদতের ক্যাচ হন সুন্দর।

এরপরের ওভারে এবাদত নিজেই আঘাত হানেন। এবার তাকে সাহায্য করেন সাকিব। শাহবাজের একদম নিচু হয়ে যাওয়া ক্যাচ কভারে দারুণ দক্ষতায় তালুবন্দী করেন।

তার পরের ওভারে সাকিব বোল্ড করে ফেরান শার্দুল ঠাকুরকেও। এর দুই বল পরে আবারো সাকিবের আঘাত। দিপক চাহারকে এলবির ফাঁদে ফেলেন তিনি।

সব মিলিয়ে সাকিব একাই পেয়েছেন পাঁচ উইকেট। তার শিকার হয়েছেন রোহিত শর্মা, বিরাট কহলি, শার্দুল ঠাকুর, শাহবাজ খান ও দীপক চাহার। এছাড়াও এবাদত চারটি ও মেহেদি একটি উইকেট শিকার করেন।