সরকারের মেয়াদ আর ৬ মাস আছে: নুর

Date:

Share post:

বর্তমান সরকারের মেয়াদ আর ছয় মাস আছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। দাবি করেন, এর আগে যদি সরকার নিরাপদে সরে যায়, তাহলে ভালো। নইলে ভয়ানক পরিণাম হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর গণমাধ্যমের প্রতি হুমকি দিয়ে বলেন, যারা ফোনালাপ ফাঁস করছেন, তাদের বিরুদ্ধে ভাবিষ্যতে মামলা হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এ ভিপি দাবি করেন, হুমকি মোকাবেলা করে দেশে ফিরে এসেছেন তিনি। বলেন, বিএনপির আন্দোলনের রণকৌশল ঠিক নাই। তবে বিএনপির সাথে দূরত্ব চাই না। বিএনপি, জামায়াত সবার সঙ্গেই থাকতে চাই।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াত আমির শফিকুর রহমান ও মামুনুল হকের মুক্তি চান নুর।